নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পেট্রোল, ডিজেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল বামেরা। এদিন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরে বামেদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি সমগ্র বীরপাড়া শহর পরিক্রমা করে। বীরপাড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরএসপি এবং সিপিএমের প্রায় শতাধিক কর্মী সমর্থক মিছিলে অংশ নেন।
আরও পড়ুনঃ ব্রিগেড নিয়ে তরুণদের গাওয়া ‘প্যারোডি’, কমরেডদের নয়া উদ্যম
মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য রবিন রাই এবং ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান। রবীন রাই ও গোপাল প্রধান একই সুরে বলেন, দিন দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাছে। পাশাপাশি সমস্যায় পড়েছেন কৃষকরা। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তারই প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আমরা পথে নেমেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584