নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লক ১ এর নিমতলা মোড় থেকে দারারকান্ধি যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। ভগবানগোলা বিধানসভার সিপিআইএম বিধায়ক মহসিন আলীর নেতৃত্বে এই ভাঙা রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভে নামেন স্থানীয়রা। এর পাশাপাশি রাস্তার উপরে ধান গাছের চারাও লাগান বিধায়ক। এই রাস্তার উপর নির্ভর করে ৪ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ছাত্র-ছাত্রী প্রাইভেট, স্কুল যাতায়াত করে। বিধায়ক বলেন “এই রাস্তার দাবি নিয়ে আমরা ২০১৯ এর ডিসেম্বর মাসে নিমতলা মোড়ে অবস্থান-বিক্ষোভ করেছিলাম। বারংবার স্থানীয় পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছি তবুও এই রাস্তা ঠিক হয়নি।
আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে বহরমপুরে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
এ রাস্তা দিয়ে প্রতিদিন গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষ সকলকেই হাসপাতালে যেতে হয়।” এক মাসের মধ্যে যদি এই রাস্তা ঠিক না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান বিধায়ক মহসিন আলী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584