নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল বাতিলের দাবিতে, শ্রম নীতি বাতিলের দাবিতে, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ২৬ শে নভেম্বর দেশজুড়ে বামপন্থী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তাই সিপিএম দলের পক্ষ থেকে ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে বিশাল মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন সিপিএম নেতা তাপস সিনহা, মানিক সেনগুপ্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
২০১১ সালের পর এই প্রথম এত বড় ধরণের মিছিল করল সিপিএম। এর আগে হাতেগোনা কয়েকজন কে নিয়ে পার্টি অফিস খুলে বসে ছিল সিপিএম নেতৃত্বরা। কেশপুরে শনিবার বিশাল মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের অনুমান।
আরও পড়ুনঃ তৃণমূল পার্টি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে! মন্তব্য সায়ন্তনের
বিধানসভা নির্বাচনের আগেই সিপিএম নেতৃত্ব সংগঠনকে আরও মজবুত করার কাজ শুরু করে দিয়েছে। যা প্রমাণ হল সাধারণ ধর্মঘটের সমর্থনে হাজার হাজার মানুষের মিছিলে সমাগম। সিপিএম দলের পক্ষ থেকে কেশপুর এলাকার সর্বস্তরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে ২৬ শে নভেম্বর ধর্মঘট পালন করার আহ্বান জানানো হয়।
সেই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএম নেতারা তীব্র ভাষায় আক্রমণ করেন। শনিবার কেশপুর বাজারের মহা মিছিল থেকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে বিদায় জানানোর আহ্বান জানান দলীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584