নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ সারা ভারত কৃষক সভার অনুষ্ঠান আয়োজিত হল জলঙ্গির খয়রামারী অঞ্চলের সিতানগর গ্রামে।
এদিন বর্তমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে নেতৃত্বরা বলেন যে, “আমরা কৃষকদের সমর্থনে বিভিন্ন ভাবে আন্দোলনে যোগ দিতে শুরু করেছি।” এদিনের সভা থেকে রাজ্য ও কেন্দ্রকে আক্রমণ করেন সংগঠনের নেতৃত্বরা। তারা বলেন কেন্দ্র ও রাজ্য সরকার, গরীব ও কৃষকদের স্বার্থে কোনো কাজ করছেন না, শুধু নিজেদের পকেট ভর্তি করতেই ব্যস্ত, এরা কী করে উন্নয়ন করবে? আগামী বিধানসভা ভোটে এর ফল প্রকাশ পাবে বলে নেতৃত্বদের দাবি।
আরও পড়ুনঃ বদায়ুনে প্রৌঢ়া ধর্ষণ-খুনের প্রতিবাদে ডিএসও’র মিছিল
এদিনের সভার মধ্যেও বনভোজনের সুব্যবস্থা করেন নেতৃত্বরা, বলে জানাযায়। এদিন উপস্থিত ছিলেন জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস আলী সরকার, সারা ভারত কৃষক সভার মুর্শিদাবাদ জেলা সম্পাদক আবু বক্কর হোসেন ও এসএফআই জেলা সম্পাদক শাহনওয়াজ ইসলাম সহ দলীয় নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584