নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুকুর সহ বিভিন্ন জলাশয় অবৈধভাবে ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজ বাজার পুরসভা ওয়ার্ডের বিভিন্ন এলাকা। ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত চাত্রা বিল ৷ সেই বিশালাকার বিল, পুকুর সহ বিভিন্ন জলাশয় অবৈধভাবে ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে ওয়ার্ডের মালঞ্চপল্লী, নেতাজী কলোনি, কৃষ্ণপার্ক সহ বিভিন্ন এলাকা।
অভিযোগ, ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত চাত্রা বিল সহ বিভিন্ন জলাশয়ে দীর্ঘ তিন মাস ধরে জল আটকে রয়েছে ৷ বেশ কিছু রাস্তাঘাটের পাশে বিশেষ করে ড্রেনে আটকে থাকা পচা জলের দুর্গন্ধে মানুষের নাজেহাল অবস্থা । তারই প্রতিবাদে মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে ৩ নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটির সদস্যরা ।
আরও পড়ুনঃ নয়া শিক্ষানীতিতে আপত্তি জানিয়ে বিশেষ ৬ সদস্যের কমিটি গঠন রাজ্যের
তাঁদের দাবি অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মালদহ জেলা সিপিএমের অন্যতম সদস্য কৌশিক মিশ্র, ৩ নম্বর ওয়ার্ড কমিটির মহিলা নেত্রী বাবলি বিশ্বাস সহ বামফ্রন্টের অন্যান্য কর্মীরা। এদিন প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ দেখানোর পর পুরসভা কর্তৃপক্ষের হাতে স্মারক লিপি প্রদান করেন তারা।
আগামী দিনে সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন বামফ্রন্ট নেতৃত্বরা। এই বিষয়ে পুর প্রশাসক নীহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, জল নিষ্কাশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব দ্রুত জল নিকাশির কাজ শুরু করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584