নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। সেই দিকে লক্ষ্য রেখে সিপিআই(এম) দলের পক্ষ থেকে ডোমকল বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে ডোমকল সিপিআই(এম) এরিয়া কমিটি।
এদিন দেওয়ালে কারো নাম না লিখে শুধু দলীয় প্রতীক এঁকে চলেছেন বাম কর্মীরা। যদিও রাজ্যে জোটের কথা চলছে, সেই অবস্থায় একক ভাবে সিপিআইএমের প্রতীকে দেওয়াল লিখন কতটা তাৎপর্যপূর্ণ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ শাহ-সফরের আগে দলবদলের জল্পনা বঙ্গ রাজনীতিতে
তবে ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা বলেন যে, “গত ৬২ সাল থেকে সিপিআইএম বিধায়ক আমাদের এখানে জিতে আসছেন। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আত্মবিশ্বাস যে, এবারও আমাদের দলের কেউ প্রার্থী হবে। আর হ্যাঁ রাজ্যে জোটের কথা চলছে, সেটা যে যেখানে জিতে আছে সেখানেই প্রার্থী হবে। সেই জন্য আমরা কাজ শুরু করেছি।”
শাসক দল যাতে দেওয়াল দখল না করতে পারে তাই এই উদ্যোগ বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584