প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস স্মরণে রক্তদান

0
40

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়াতে, সিপিআই(এম) হেঁরিয়া এরিয়া কমিটির উদ্যোগে হেঁরিয়া বাজারে সুকুমার সেনগুপ্ত স্মৃতিভবন প্রাঙ্গণে প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস (২১ শে জুন, ১৯৭৭)স্মরণে রক্তদান ও আলোচনা সভা আয়োজিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা যাদবেন্দ্র সাহু। রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।

blood donation | newsfront.co
নিজস্ব চিত্র

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি দীপক দাশগুপ্ত,সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, হিমাংশু দাস,নির্মল জানা, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিমল চক্রবর্তী, সুব্রত পণ্ডা, মামুদ হোসেন, পরিতোষ পট্টনায়ক, ভরত মাইতি, কাঞ্চন মুখার্জি, মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল সহ নেতৃত্বরা।

পরে সিআইটিইউ নেতৃত্ব ভগবানপুর -২ ব্লকের বরোজ অঞ্চলের আমপান দুর্যোগে নিহত কিঙ্কর দলাইয়ের সহধর্মিণী কানন দলাইয়ের হাতে নগদ ১৫০০০ টাকার সাহায্য তুলে দেন। খেজুরী-২ ব্লকের বারাতলা ও নন্দীগ্রাম-১ ব্লকের টেঙ্গুয়াতে কয়েকশত আমপান দুর্যোগ কবলিত মানুষজনকে খাদ্য সামগ্রী, ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেন সিআইটিইউ রাজ্য ও জেলা নেতৃত্ব।

আরও পড়ুনঃ করোনা আবহে বিভিন্ন ব্লকে রক্তদান শিবির

সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, তৃণমূল ও বিজেপির বিকল্প হল বামফ্রন্ট ও গনতান্ত্রিক -ধর্মনিরপেক্ষ জোট। তিনি ৩৪ বছরের গর্বের বামফ্রন্ট সরকারের সুশাসন ও গরীব-খেটেখাওয়া,শ্রমিকদের স্বার্থে সরকারের জনমুখী নীতির বিশদভাবে ব্যাখ্যা করেন। করোনা পেটের ভাত কেড়ে নিয়েছে আর আমপান মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে বলে তিনি জানান।

সিপিআইএম নেতা মামুদ হোসেন বলেন, রক্তদান শিবিরে তমলুক ও কাঁথি ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তারা ১৭৬ জনের রক্ত সংগ্রহ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here