নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
একদিকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সিপিআইএমের প্রতিবাদ মিছিল,অপরদিকে কৃষি বিলের সমর্থনে বিজেপির মিছিল,আর এই দুটি মিছিল কে সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশ প্রশাসনকে।
এমনই এক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। বুধবার চন্দ্রকোনা রোডের সিপিআইএম দলীয় কার্যালয় ভবন থেকে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যখন প্রতিবাদ মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে শহরের রিংরোডে পৌঁছায়, ঠিক তার পাশ থেকেই বিজেপির কৃষি বিলের সমর্থনে মিছিল শহরের রিংরোড এসে পৌঁছলে কার্যত তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিযয়ে তৎপর ছিল পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ দেহ সৎকার ঘিরে পুলিশ কেন এত বাড়াবাড়ি করল- হাতরাসে মৃত তরুণীর পরিবারের প্রশ্ন
অবশেষে পুলিশ প্রশাসনের তৎপরতায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে পাশ থেকে বিজেপির মিছিল বের হয়। এর ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় শহরে। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সিপিআইএমের প্রতিবাদ মিছিল বিডিও অফিস ও থানা ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে। এইদিন সিপিএমের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজয় পাল,সনৎ চক্রবর্তী, কমল সাহা সহ একাধিক দলীয় নেতৃত্ব।
আরও পড়ুনঃ ফের শুরু বিশ্বভারতীর পৌষমেলার মাঠ ঘেরার কাজ, বিক্ষোভ ব্যবসায়ী সমিতির
অন্যদিকে বিজেপির মিছিল গোটা শহর পরিক্রমা করে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি মদন রুইদাস,জেলা সম্পাদক রাজিব কুণ্ডু,মন্ডল সভাপতি হরে রাম সিং সহ বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584