নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে,এমতাবস্থায় মানুষকে ঘরে থাকার আবেদন জানাচ্ছে স্বাস্থ্য দফতর থেকে প্রশাসন। বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে গেলে স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরে বেরোতে বলা হয়েছে।
কিন্তু কে শোনে কার কথা! বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। ধীরে ধীরে পরিস্থিতি বেসামাল হতে চলেছে। এই অবস্থায় রবিবার বিকালে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও সিপিআইএম -এর ফালাকাটা ২ নং এরিয়া কমিটির পক্ষ থেকে মানুষকে সচেতন করা হয়।
আরও পড়ুনঃ ভীতি উপেক্ষা করে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন গড়বেতায়
সাথে মাস্কহীনদের মাস্ক পরতে এবং যাদের মাস্ক নেই তাদের মাস্ক প্রদান করা হয় বলে জানান সংগঠনের সদস্য বকুল দেবনাথ। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক আতিউল হক, সদস্য বকুল দেবনাথ, আশরাফুল হক সহ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584