মাথাভাঙ্গায় সাংগঠনিক বৈঠক বামেদের

0
54

মনিরুল হক, কোচবিহারঃ

sujan chakraborty | newsfront.co
নিজস্ব চিত্র

মাথাভাঙ্গায় বিধানসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠক করল সিপিআইএম। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, ফরওয়ার্ড ব্লকের নেতা হরিপদ অধিকারী। কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার, প্রাক্তন বিধায়ক হরিশ বর্মন, কংগ্রেস নেতা তথা সিতাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কেশব রায় সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়া আজকের এই কর্মীসভায় মাথাভাঙ্গা নজরুল সদনে প্রচুর বাম কংগ্রেস কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন বলে খবর।

cpim party meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের সভায় বিধানসভার বাম পরিষদীয় দলনেতা তথা সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মাথাভাঙ্গা নজরুল সদনে বাম কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে কর্মীসভা করেন। তিনি বলেন, ‘কেন্দ্রের সর্বনাশা কৃষক বিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে, পাশাপাশি পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের যেভাবে প্রত্যেকদিন মূল্যবৃদ্ধি হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজ্যে একটা অপশাসন চলছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিজুলি করে সরকার চালানোর চেষ্টা করছে এবং আগামী বিধানসভা নির্বাচনে কোনো মতেই বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভোট নয়।

আরও পড়ুনঃ দিনহাটায় উদয়নকে আর প্রার্থী নয়, দাবি উঠল তৃণমূলের সভা থেকে

তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে এবং কর্মীদেরকে। একসময় বিজেপি এবং তৃণমূল বলেছিল বামফ্রন্টকে দূরবীন দিয়ে দেখা যাবে না, এখন বামফ্রন্টকে স্বচক্ষে মানুষ দেখছে। সামনের বিধানসভা নির্বাচন ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘নবান্ন অভিযানে কাজের দাবিতে যুব কর্মীরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়েছিল, কিন্তু সেখানে মমতা ব্যানার্জির পুলিশ অন্যায় ভাবে বেপরোয়াভাবে আন্দোলনকারী যুবকদের লাঠিচার্জ করেছে। যার ফলে যুব কর্মী মইদুল ইসলাম মিদ্যাকে পুলিশের লাঠির আঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে। তাই এই সরকারকে কোনমতেই পুনরায় নির্বাচিত করা যাবে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here