নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়িতে শান্তি,সম্প্রীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবি সহ একাধিক দাবিতে মিছিল করল সিপিএম। এদিন শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি মোড় থেকে একটি মিছিলটি বের হয়। এরপর শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় ।
এদিন এই মিছিলে পা মেলান শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন জীবেশ সরকার,৪৬ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর মুকুল সেনগুপ্ত সহ সিপিএমের কর্মী সমর্থকরা।
আরও পড়ুনঃ গাঁজার গাছ পুড়িয়ে নষ্ট করল জলঙ্গি থানার পুলিশ
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন যে,” ২০২১ সালে করোনা ও বিজেপি, তৃণমূল সরকারকে সরিয়ে বাম সরকারকে ক্ষমতায় আনতে হবে। আর মানুষের বিপদে সব সময় বাম কর্মীরা রয়েছে। আমাদের দাবি আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই,বেকার ছেলেমেয়েদের কাজ চাই এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম কমাতে হবে,কাটমানি দুর্নীতি বন্ধ করতে হবে।
আরও পড়ুনঃ নবগ্রামের রাস্তায় খড়ের গাড়িতে আগুন
শিলিগুড়ির উন্নয়নে প্রাপ্য টাকা দিতে হবে। কোন ভাবেই শিলিগুড়িকে বঞ্চিত করা চলবে না। এই দাবিতে এদিনের মিছিল।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে,” শিলিগুড়ির ৩৩টি ওয়ার্ডে এই রকম মিছিল করা হবে । আজকে ৪৬ নম্বর ওয়ার্ডে করা হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584