নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
গোটা বিশ্বের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রকোপ পড়েছে করোনা মহামারির, সংক্রমণ রুখতে রাজ্যে রাজ্যে জারি লকডাউনও। সেই পরিস্থিতিতে স্কুল, কলেজ থেকে শুরু করে কলকারখানা সহ বেসরকারি সংস্থার কর্মজীবীরা দিশেহারা হয়ে পড়েছে। তার উপর প্রতিনিয়ত পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম যে হারে বেড়ে চলেছে তাতে করে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের সমস্যার কথা তুলে ধরতে আজ সিপিআইএম কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে শামিল হলেন বিক্ষোভ মিছিলে।
ডিজেল-পেট্রোল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন, অবিলম্বে স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু সহ আরও একাধিক দাবিতে সিপিআইএম সাদিখাঁরদেয়াড় এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল সাদিখাঁরদেয়াড় বাজারে।
আরও পড়ুনঃ আন্দোলনের জের, আরবি চালু নিয়ে উচ্চশিক্ষা দফতরে ‘রিকিউজিশন’ পাঠাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সাদিখাঁরদেয়াড় এরিয়া কমিটির সম্পাদক আহসান আলী, জেলা সম্পাদক এস এফ আই শাহনওয়াজ ইসলাম, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584