পানীয় জলের দাবিতে সিপিএমের বিক্ষোভ

0
33

সুদীপ পাল,বর্ধমানঃ

পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা সহ আরও দশ দফা দাবি নিয়ে রানীগঞ্জ দু’নম্বর বরো কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএম। বিক্ষোভ দেখানোর আগে নেতাজি সুভাষ বসুর রোডের তারবাংলা মোড় থেকে মিছিল করে দলীয় কর্মী সমর্থকরা বরো কার্যালয়ে যান।

CPIM protests for drinking water
নিজস্ব চিত্র

পুলিশের মাধ্যমে পুর-কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিপত্র পাঠানো হয়।

সিপিএম বিধায়ক রুণু দত্ত এই কর্মসূচিতে ছিলেন। তাঁর দাবি, মঙ্গলপুর, রানীসায়র, দামোদর কোলিয়ারি এলাকায় দীর্ঘদিন ধরে জল মিলছে না। সিয়ারসোল গ্রামে দুবেলা জল দেওয়া হতো। তা এখন বন্ধ করে একবার করে দেওয়া হয়েছে। শুধু জলই নয় সিয়ারসোল, অশোকপল্লী-সহ বেশ কিছু জায়গার রাস্তা সম্পূর্ণভাবে বেহাল। প্রশাসন যথাযথ নজর দিচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন। একই সাথে তাঁরা দাবি জানান, নতুন করে বিধবা এবং বার্ধক্য ভাতার তালিকা তৈরি করতে হবে। দীদীর্ঘদিন তালিকা তৈরি হয়নি। ভাতার পরিমাণ বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে ভাতা দেওয়ার দাবিও জানানো হয়।

আরও পড়ুনঃ পূজালী পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here