নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তারুণ্যের তেজ আর প্রবীণের অভিজ্ঞতার সংমিশ্রণ এবারের বামফ্রন্টের প্রার্থী তালিকার নজির বিহীন দৃষ্টান্ত। এবারের প্রার্থী তালিকায় ছাত্র যুব নেতাদের উপস্থিতি চোখে পড়ার মত পাশাপাশি অভিজ্ঞ পোড় খাওয়া বাম নেতাদের এনে তৃণমূল বিজেপি কাজিয়ার বিরুদ্ধে যেন বলিষ্ঠ রাজনৈতিক বার্তা দিল সংযুক্ত মোর্চার বড় শরিক বামফ্রন্ট।
একদিকে যেমন নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মীনাক্ষি মুখোপাধ্যায়কে অপরদিকে সিঙ্গুরে প্রার্থী করা হয়েছে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে।
অপরদিকে চণ্ডীতলা কেন্দ্র থেকে লড়বেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম, যাদবপুর কেন্দ্রে সুজন চক্রবর্তী, কামারহাটি কেন্দ্রের বিদায়ী বিধায়ক মানস মুখোপাধ্যায়কে সরিয়ে সেই আসনে লড়বেন যুব নেতা সায়নদীপ মিত্র, এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান লড়বেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে, প্রাক্তণ মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব লড়বেন রাজারহাট নিউটাউন থেকে।
আরও পড়ুনঃ রায়দিঘীতে ফের প্রার্থী প্রবীণ কান্তি, বাসন্তীতে সুভাষ
প্রাক্তণ শিল্পমন্ত্রী নিরুপম সেনের স্মৃতি বিজড়িত আসন বর্ধমান দক্ষিণে লড়বেন শহীদ কন্যা পৃথা। বালিতে প্রার্থী হয়েছেন জেএনইউয়ের প্রাক্তনী দীপ্সিতা ধর, খড়দহে প্রার্থী প্রাক্তণ এসএফআই রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস এবং উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী সদ্য প্রাক্তণ যুব নেতা রজত বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584