বর্ধমানের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ টিএমসি কাউন্সিলারের বিরুদ্ধে, আন্দোলনে বামেরা

0
94

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পুর ভোটের ফল প্রকাশের পরেই বিকেলে বাড়ি থেকে উদ্ধার হয় শহর বর্ধমানের ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল সমর্থক পরিবারের কলেজ ছাত্রী তুহিনা খাতুনের(১৯) ঝুলন্ত দেহ। হুমকি ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত তৃণমূলেরই কাউন্সিলার শেখ বসির আহমেদ ও তার অনুগামীদের বিরুদ্ধে।

Tuhina Khatun
তুহিনা খাতুন

অভিযোগ, তুহিনাদের তিন বোনকেই পুরভোটের ফলের পরে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে হবে গাছে, এমনই এক হুমকি বার্তা তাদের বাড়ির দেওয়ালে এঁকে দেয় বসির ও তার দলবল। পরিবারের লোকজন থানায় অভিযোগ জানালেও কোন কাজ হয়নি বা ছবি মোছাও হয়নি এমনই জানিয়েছেন তুহিনার পরিবার। অভিযোগ ধর্ষণের হুমকিও দেওয়া হয় এই তিন বোনকে। আনিস খান হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তুমুল প্রতিবাদে নেমেছে বামফ্রন্ট সহ বিভিন্ন বিরোধী দল। আবারও তুহিনা খাতুনের মৃত্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম-কংগ্রেস। ইতিমধ্যে আন্দোলনে নেমেছে এসএফআই।

আরও পড়ুনঃ ফের আমতায় যুবকের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে আদালতে পরিবার, অভিযোগের নিশানায় পুলিশ

অন্যদিকে তৃণমূল কাউন্সিলার বসির আহমেদ-এর দাবি, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ নাকি মিথ্যা। তুহিনার বাড়ির দেওয়ালের ছবি কেন মোছা হলনা এবিষয়ে বর্ধমান সদর মহকুমা শাসক তথা পুর নির্বাচনী আধিকারিক তীর্থাঙ্কর বিশ্বাস বলেন তিনি এ প্রসঙ্গে কিছুই জানতেন না। ডিএসপি (সদর) অতনু ঘোষাল বলেন যে , মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার হয়েছে । অভিযোগের সত্যতা প্রমাণ হলে দোষীরা কেউ ছাড় পাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here