নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২১-এর নির্বাচনে ভরাডুবির কারণ হিসেবে সিপিআইএম চিহ্নিত করেছে ‘বিজেমূল’ তত্ত্বকে। এবার সরাসরি বিজেপি বিরোধিতায় নেমে নতুন কৌশল বামেদের, এই প্রথমবার স্বাধীনতা দিবসে মুজফফর আহমেদ ভবনে উড়বে জাতীয় পতাকা।
সূত্রের খবর, গত তিনদিন ধরে চলা কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠকের শেষ দিনে অর্থাৎ রবিবার সুজন চক্রবর্তী প্রস্তাব রাখেন জাতীয় পতাকা উত্তোলনের এবং সে প্রস্তাব গৃহীতও হয়েছে। ফলত সিপিএমের রাজ্য কমিটির সিদ্ধান্ত, আগামী ১৫ আগস্ট মুজফফর আহমেদ ভবনে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যা আলিমুদ্দিনের ইতিহাসে এই প্রথম।
আরও পড়ুনঃ খোয়াই আদালতে জামিন মঞ্জুর দেবাংশু, সুদীপ, জয়ার
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলো সিপিআইএম! সুজন চক্রবর্তীর মতে, দেশপ্রেমের হুজুগ তুলে জনমানসে ভালো রকম প্রভাব ফেলেছে বিজেপি, তাই জাতীয় পতাকা উত্তোলন করে এই বিষয়টিরই কাউন্টার করতে চায় বামেরাও। সে কারণেই এবার স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে উড়বে তেরঙ্গা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584