নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাদি খাঁন দেয়ার অঞ্চলের রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাল এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাস্তায় ধানের চারা লাগিয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে দলীয় নেতৃত্ব।
আরও পড়ুনঃ শালবনিতে নদী থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার
সাদি খাঁন দেয়ার স্কুল মোড় থেকে ফকিরাবাদ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য।
বাম আমলে এই রাস্তা হয়েছে, তারপর থেকে কোন খোঁজ খবর কেও নেয়নি,একাধিকবার পঞ্চায়েত ও জেলা পরিষদের মেম্বারকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। তাই আজ বাধ্য হয় রাস্তায় ধানের চারা লাগিয়ে আন্দোলনে নেমেছে তারা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়ের জীবনাবসান
যদি এতেও কোন কাজ না হয় তাহলে আগামী দিনে এর চেয়েও বড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বাম ছাত্র – যুবরা।হাসপাতাল,স্কুল,দুটো কলেজ এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে গেলেও এই রাস্তা দিয়েই যেতে হয়।
এই রাস্তায় গরু ছাগল চলার যোগ্য নয় বলে এক ভ্যান চালক অভিযোগ করেন।স্থানীয় এক ব্যক্তি বলেন যে, এই সাদি খাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যে প্রধান আছে তার কোন কাজ করার কথা মাথায় আসেনা। শুধু কোথায় টাকা আসবে সেই সব কাজ খুঁজে বেড়ায়। আসলে এরা সাধারণ মানুষের কাজ করার জন্য রাজনীতি করেন না নিজেদের পকেট ভরতে ব্যস্ত বলে অভিযোগ গ্রামবাসীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584