তন্ময় মণ্ডল, কলকাতাঃ
রাজ্যের জনগণের সমস্যা সমাধানের দাবি নিয়ে আজ ৬ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্ন ভবনে ডেপুটেশন জমা দিল সিপিআই (এম-এল)।
আজকে আমাদের সমস্ত লড়াই এই রাজ্যে সরকারের বিরুদ্ধে সাথে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও। এরাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল আজকে রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখলে আরো ভালো বোঝা যাবে। তাই আমরা বেশ কয়েক দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দেব।
সিপিআই(এম-এল) এর দাবি সারাদেশে যেভাবে ধর্ম নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে কেন্দ্রীয় সরকার সেই একই অবস্থা চলছে আমাদের রাজ্যেও।
যদিও এরাজ্যে মুখ্যমন্ত্রী অবশেষে এনআরসি এনপিআর ও সিএএ-র বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী যখন এই রাজ্যে আসে এবং গণতন্ত্রকামী মানুষ যখন মোদী গো ব্যাক স্লোগান তোলে রাজপথে নেমেছিল তখন এই রাজ্যের শাসক সরকার কিন্তু তাদেরকে কার্যত আন্দোলন করতে বাধা দেয়। তাই এনআরসি এনপিআর ও সিএএ নিয়ে তিনি কি করবেন তা স্পষ্ট নয়। তাই আমরা এর স্পষ্ট জবাব চাই।
আরও পড়ুনঃ ইসলামপুরে নাবালিকা ধর্ষণে দোষীর সাত বছরের কারাদণ্ড ঘোষণা
সিপিআই(এম-এল) প্রায় ১৪ দফা দাবি নিয়ে নবান্নে ডেপুটেশন জমা দেয়। তার মধ্যে বেশ কয়েকটি দাবি হল-
*এনআরসি এনপিআর সিএএ এরাজ্যে বাতিল করতে হবে।
*সমস্ত বন্ধ কারখানা খুলতে হবে, ও পাট ও চা শিল্পে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে।
*নারী নির্যাতন বন্ধে যথাযথ উদ্যোগ নিতে হবে।
*সকলের জন্য কাজ ও সমকাজে সমবেতন দিতে হবে।
*আদিবাসীদের উপর হামলা ও জঙ্গলমহলের মানুষের উপর সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584