শ্যামল রায়,নদীয়াঃ
বৃহস্পতিবার সিপিআইএমের নবদ্বীপ এরিয়া কমিটির ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করলো নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রেলগেটে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এই সভা বলে সিপিআইএমের নেতারা জানিয়েছেন। সভায় উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে দিনের পর দিন কেন্দ্রের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতারভাবে জনবিরোধী নীতি নিয়ে চলছে। এর ফলে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। নোট বন্দি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি কার্যকর করার ফলে মানুষের মধ্যে নাভিশ্বাস উঠেছে।
সাম্প্রতিককালে পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে পরিবহন দপ্তর মুখ থুবড়ে পড়েছে। যানবাহনের ক্ষেত্রেও ব্যাপক অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। অস্বাভাবিক হারে ডিজেল-পেট্রোল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন সিপিআইএমের নেতারা।
সেই সাথে রাজ্যের তৃণমূলের সরকার কেউ তুলোধুনো করেন উপস্থিত নেতারা।
বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এযাবৎকাল তৃণমূল গণতন্ত্রকে যেমন হত্যা করছে তেমনি উন্নয়নের নামে ভাঁওতা দিচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই কটাক্ষ করলেন উপস্থিত তৃণমূল নেতারা।
এ দিনকার প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সুমিত বিশ্বাস গৌর দাস সৌমেন অধিকারী প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584