নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করেছিল হাওয়া অফিস।
এরপর গতকাল সন্ধ্যা থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ন নদীর বাঁধে ফাঁটল দেখায় এছাড়াও বাঁধ এলাকার রাস্তা ধ্বস নামে।
এরফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, ঘটনাস্থলে এলাকার বিডিও মদন মোহন মন্ডল গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এই যার ফলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা এলাকাবাসীকে।
এর আগেও এরকম ঘটনা ঘটেছে আমরা বিডিওকে জানিয়েছিলাম কিন্তু কোনো সুরাহা মেলেনি।
আরও পড়ুনঃ হঠাৎ ফিরে এল নিখোঁজ ছাত্র, পড়াশুনার চাপ নিয়ে উঠছে প্রশ্ন
যদিও বিডিও মদন মোহন মন্ডল বলেন, এর আগেও এই বিষয়ে টেন্ডার হয়েছিল কিন্তু কিছু কারণবশত টেন্ডার বাতিল হয়ে যায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি খুব তাড়াতাড়ি এর সমস্যা সমাধান করা হবে এমনই আশ্বাস দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584