মোতড়া পল্লীমাতা ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী ড. মোহনলাল রশিদ

0
76

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ 

হারিয়ে যাওয়া ক্রীড়া সংস্কৃতি ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মোতড়া পল্লীমাতা ক্লাব। এই ক্লাবের উদ্যোগে প্রথম ক্রীড়া প্রতিযোগিতা সূচনা হয়। শনিবার বেলা ২ টার সময় শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মোহনলাল রশিদ

Mohanlal Rashid
নিজস্ব চিত্র

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর বাদশা, সভাপতি নূরুল হক, ক্রিড়া সম্পাদক হজরত তুল্লা, এবং মাসুদ আলম, ওম্মর আলী আরও অনেকেই। ৮ টি টিম নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে। শনিবার ডাবকই বনাম মাদারহাটি ক্রিকেট টিম ১২ ওভারের খেলা শুরু করে। এদিনের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় মাদার হাটি টীমের ক্যাপ্টেন মাক্কারুল সেখ। ফাইনাল খেলা হবে আগামী ২৮ জানুয়ারী।

Cricket Tournament
ক্রিকেট টুর্নামেন্ট। নিজস্ব চিত্র
Prize distribution
নিজস্ব চিত্র

এদিন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মোহনলাল রশিদ বলেন, “ক্লাবের এটাই প্রথম ক্রিকেট টুর্নামেন্ট খেলা। আমি এখানে সহযোগিতা করতে পেরে সামাজিক ভাবে খুব আনন্দিত বোধ করছি। তাছাড়া বর্তমান সময়ে খেলাধুলা হারিয়ে যাচ্ছে, শরীর চর্চা কমে যাচ্ছে। সুতরাং সেই জায়গায় দাড়িয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট সমাজে দারুণ বার্তা দেবে আশা করি।”

আরও পড়ুনঃ জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের অধীনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু কান্দি পৌরসভায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here