তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুর ক্রিকেট টুনমেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন সুভাষ সংঘ। গত চার দিন ধরে কালিয়াগঞ্জ পুরউৎসবের অঙ্গ হিসাবে ২০ দলীয় পুরক্রিকেট টুর্নামেন্টের খেলায় সুভাষ সংঘ ৯ ইউকেটে ১২৯ রান করে।জবাবে প্রতিরোধ ক্লাব ৮ উইকেটে মাত্র ৯৫ রান করে।প্রতিরোধ ক্লাবকে ৩৪ রানে হারিয়ে সুভাষ সংঘ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
মঙ্গলবার রাতে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে দর্শনীয় ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ যৌথভাবে।কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ পুরসভা কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়ন চায়।
শুধু ইট,বালি ও সিমেন্ট দিয়ে শহরের উন্নয়ন নয়।যুবক যুবতীদের সংস্কৃতি চর্চা ও বিভিন্ন ধরনের খেলাধুলার প্রসার ঘটাতে চায়। যুবকদের খেলা ধুলার মাধ্যমে শরীরচর্চার সাথে সাথে খেলাধুলার ক্ষেত্রে কালিয়াগঞ্জের ছেলে মেয়েরা যাতে নজর কাড়া জায়গা করে নিতে পারে সেদিকেই কালিয়াগঞ্জ পুরসভা চেষ্টা করে যাচ্ছে।
আরও পড়ুনঃ জল সংরক্ষণে সচেতনতা শিবির
কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিং বলেন, কালিয়াগঞ্জ তথা ব্লকের ছেলে মেয়েরা যাতে ক্রীড়া জগতে বড় জায়গা করে নিতে পারে সে ব্যাপারে যেমন রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে তেমনি কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক পাল খেলা ধুলার দিকে ব্যাপক নজর দিচ্ছে যা ভবিষ্যতে এই এলাকার ছেলেমেয়েদের কাজে লাগবে বলেই তিনি মনে করেন।
মঙ্গলবার কালিয়াগঞ্জের বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদদেরও সম্বর্ধনা জানানো হয়।যাদের মধ্যে আছেন ব্যাডমিন্টন খেলোয়াড় অনিল বিশ্বাস(কাটুদা)অশোক জালান এবং অতিন বিশ্বাস।
আরও পড়ুনঃ ফালাকাটায় শুরু ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট
কালিয়াগঞ্জের পুরপিতা কার্তিক পাল এবং কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ তিনজন প্রবীণ খেলোয়াড়দের প্রত্যেককেই একটি করে মোমেন্টো তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে উত্তরীয় পরিয়ে ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়।প্রবীণ খেলোয়াড়গন পৌর সভার পক্ষ থেকে এই মর্যাদা পাওয়ায় প্রত্যেকেই কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক পাল ও তপন দেবসিংহকে অভিনন্দন জানান।
জানা যায়, উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না থাকতে পারলেও তার প্রতিনিধি মারফত তিনহাজার টাকা অর্থিক পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাবদের হাতে। কালিয়াগঞ্জ পুরসভার ক্রিকেট খেলাকে ঘিরে ছিল চোখে পড়ার মত দর্শকদের উপস্থিতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584