অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা যেমন ফেরালো ভারত তেমনই অধিনায়ক রাহানে হলেন ম্যাচের সেরা। একই সঙ্গে টেস্টে প্রথম ৩ ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের নজির গড়লেন রাহানে। ছুঁলেন তার সিনিয়র বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
২০০৮ সালে অনিল কুম্বলের পর টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন ধোনি। প্রথম ৪ ম্যাচেই তাঁর নেতৃত্বে জিতেছিল ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ৩ ম্যাচে পেলেন রাহানে। সিরিজের তৃতীয় টেস্টে জিততে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ধোনিকে। সেই সঙ্গে আরও এক অনন্য নজির গড়লেন রাহানে। পেলেন মুলঘ মেডেল শিরোপা। বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হিসেবে এই সম্মান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ ম্যাচ জিতে শুভমন দের প্রশংসা রাহানের
অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে ১৮৬৮ সালে খেলেছিলেন জনি মুলঘ মেডেল। তাঁকে সম্মান জানিয়ে বক্সিং ডে টেস্টের সেরার হাতে পুরস্কার তুলে দেওয়া হল। রাহানেই প্রথম ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন। বিরাট না থাকলেও ভারতের স্বস্তি যে ক্যাপ্টেন রাহানে সেটা আর বলার অপেক্ষা রাখে না
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584