অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রস্তাবটা অনেকদিন ধরেই ছিল কিন্তু শ্যাম রাখি না কুল রাখি এমন সংশয় ছিল। অর্থাৎ ক্রিকেট না রাজনীতি কী নিয়ে থাকবেন সেটা বুঝতে পারছিলেন না বাংলার সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি। চব্বিশ ঘণ্টা আগেও সংশয় ছিল কিন্তু বুধবার সকালে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মনোজ।
বুধবার হুগলির সাহাগঞ্জর মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত রেখে সরকারিভাবে তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ২০১৯ সালে দলে যোগ দেওয়ার জন্য মনোজকে প্রস্তাব দিয়েছিলেন দলনেত্রী, তখন রাজনীতিতে আসতে চাননি মনোজ। ফের প্রস্তাব এলো এবার আর না করলেন না।
তৃণমূলে যোগ দেওয়ার পর মনোজ নিউজফ্রন্টকে জানান,”সত্যি বলছি বুঝতে পারছিলাম না কী করবো টেনশন ছিল কিন্তু হঠাৎ মনে হল আমার হাঁটুর অবস্থা ভাল নয়। যে কারণে বিজয় হাজারে ট্রফি খেলতে পারিনি। গত বছর ক্রিকেট হয়নি। এই বছরও হল না। এই বয়সে এসে কী করতে পারবো জানি না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতিতে এলাম। ক্রিকেটের মতোই রাজনৈতিক জীবনেও লড়াই করতে পারবো।“
আরও পড়ুনঃ মোতেরার স্টেডিয়াম মোদীর নামে
কেন বিজেপি নয় তৃণমূল সেই উত্তরে মনোজ জানান, “আমি সব সময় কঠিন উইকেটে আর দলের কঠিন অবস্থায় ব্যাট করতে ভালোবাসি মনে হল সবাই বলছে তৃণমূলের অবস্থা ভালো নয় এটাই সুযোগ দলের খারাপ সময়ে পাশে দাঁড়ানোর আমি নিশ্চিত আমরা ফের ক্ষমতায় আসবো।“
আরও পড়ুনঃ গর্বের দিনে অনুপস্থিত মহারাজ, সৌরভকে মিস করবেন জানালেন জয়
মনোজ তিওয়ারির এখন বয়স ৩৫ বছর। ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইপিএলের ডাক পাচ্ছেন না। শুধু বাংলা দলের হয়ে রঞ্জি খেলতে নিজেকে উৎসাহিত করতে পারছেন না মনোজ। তাই ক্রিকেটকে কার্যত বাইরেই রেখে দিলেন মনোজ তিওয়ারি।
মনোজ তৃণমূলে যোগ দেওয়ার পর ভারতের দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও বিদেশ বসুও সরকারি ভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। রহিম নবি তৃণমূলের হয়ে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কিন্তু জিততে পারেনিনি। পাশাপাশি আর এক ফুটবলার দীপেন্দু বিশ্বাস বসিরহাটে জিতেছিলেন। শোনা যাচ্ছে রহিম নবি আবার নির্বাচনের টিকিট পেতে চলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584