ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
পিএম কেয়ার্স ফান্ডে অনুদানের ঘোষণা করেও পিছিয়ে গেলেন নাইট সংসারের অস্ট্রেলীয় তারকা প্যাট কামিন্স।
করোনা ঢেউয়ের দ্বিতীয় পর্যায়ে নাস্তানাবুদ ভারত। এমতাবস্থায় বিশ্বের এক বিশাল সংখ্যক দেশ ভারতের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পিছিয়ে থাকেনি ভারতে চলতি আইপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটাররাও।৫০ হাজার ডলার অনুদানের ঘোষণা করেন কেকেআরের অস্ট্রেলিয় বোলিং অলরাউন্ডার প্যাট কামিন্স। কিন্তু আজ তিনি হঠাৎ ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ঘোষণা করেন যে তিনি তাঁর ঘোষণার অর্থ পিএম কেয়ার ফান্ডে দেবেন না।সেই আর্থিক অনুদান তিনি অস্ট্রেলিয়ার ইউনিসেফকে দেবেন।অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশন এবং ইউনিসেফ অস্ট্রেলিয়া যৌথভাবে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
তবে কারণ হিসাবে কোনো কিছু খোলাসা না করলেও পিএম কেয়ার্স ফান্ডের আর্থিক অনুদানের ব্যবহারের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটুক্তি শুনতে হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584