অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টের জন্য অনুশীলন শুরু করলেন রোহিত শর্মা। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে ঘাম ঝরালেন তিনি। দলের বাকিরা অবশ্য রয়েছেন দুই দিনের বিশ্রামে।
রোহিত দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়রান্টিন পর্ব কাটিয়েছেন সিডনিতে। তার পর মেলবোর্নের হোটেলে যোগ দিয়েছেন সতীর্থদের সঙ্গে। রোহিতের অনুশীলনের ছবি বিসিসিআই তাদের টুইটারে পোস্ট করে। এই ছবিতে দেখা গেছে তিনি ফিল্ডিং করে ঘাম ঝরাচ্ছেন।
আরও পড়ুনঃ বিজেপিতে এলেন শিবরামকৃষ্ণণ
সঙ্গে সঙ্গেই সেটা সাড়া ফেলেছে তাঁর ভক্তদের মধ্যে।চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের শুরুতে ওয়ানডে সিরিজে ও তার পর টি-২০ সিরিজে খেলতে পারেননি রোহিত। প্রথম দুই টেস্টেও খেলা হয়নি তাঁর। কিন্তু, সিডনিতে ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা জোরালো। প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাঁর ফর্ম ও ফিটনেস বিচার করে তার পরই খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ বিশে বিষময় ক্রীড়া দুনিয়া
সিডনিতে টেস্ট হওয়া নিয়ে একসময় সংশয় তৈরি হলেও সেই সংশয় এখন কেটে গেছে। নতন বছরের প্রথম টেস্ট সিডনিতেই হতে চলেছে। তবে ভারত ও অস্ট্রেলিয়া সিডনিতে পৌঁছবে দেরিতে, ৪ জানুয়ারি নাগাদ। আগে ঠিক ছিল যে দুই দল সিডনিতে ৩১ ডিসেম্বর পৌঁছবে। কিন্তু, কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় পরিকল্পনায় বদল ঘটেছে। যতই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ুক, সিডনিতেই হবে তৃতীয় টেস্ট, জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584