অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরোগ্য কামনা করলেন তাঁর প্রিয় ছোটো বাবু সচিন তেণ্ডুলকার। এদিন সচিন টুইট করেন, “কিছুক্ষণ আগেই তোমার খবরটা পেয়ে স্তম্ভিত হলাম। তোমার দ্রুত আরোগ্য কামনা করি।“
Just got to know about your ailment Sourav.
Hope each passing day brings you closer to a full and speedy recovery! Get well soon. pic.twitter.com/NIC6pFRRdv— Sachin Tendulkar (@sachin_rt) January 2, 2021
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় করোনা বিধি ভাঙলেন রোহিত-সহ পাঁচ ক্রিকেটার
পাশাপাশি সৌজন্যতা বজায় রাখলেন গ্রেগ চ্যাপেলও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থ হয়ে পড়ার পরে এদিন গুরু গ্রেগ বলেন, “প্রার্থনা করি দ্রুত সমস্ত বিপদ কাটিয়ে উঠুন সৌরভ গাঙ্গুলি। সুস্থ হয়ে উঠুন প্রাক্তন ভারত অধিনায়ক ।“ গুরু গ্রেগের সিদ্ধান্তে সৌরভের কেরিয়ার নষ্ট হতে বসেছিল তাকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে দল থেকে বাদ দেন।
সৌরভ-গ্রেগ চ্যাপেল। ফাইল চিত্র এরপর থেকে দুজনের সম্পর্ক ভালো নয়। তবে সৌরভের খবরে গ্রেগ উদ্বিগ্ন, শনিবার সকালে বাড়িতে জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই সভাপতি। দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভের অসুস্থতার খবর মুহূর্তে ভারত তো বটেই, ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। নড়েচড়ে বসে ক্রিকেট বিশ্ব। এই খবরে ক্রিকেট খেলিয়ে দেশগুলি উদ্বেগ প্রকাশ করে।
আরও পড়ুনঃ ১৯ ফেব্রুয়ারি হতে পারে ফিরতি ডার্বি
খবর পৌঁছে যায় অস্ট্রেলিয়াতেও। খবর পেয়ে যান গ্রেগ চ্যাপেল। ভারতীয় ক্রিকেট দল এখন সিডনিতে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর নেন সৌরভের। সূত্রের খবর মহারাজের প্রশস্তি না করলেও তার দ্রুত সুস্থতা কামনা করেন গ্রেগ। ভারতীয় দলের তরফেও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ করা যেতে পারে ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন সৌরভ গ্রেগ চ্যাপেলকে কোচ হিসাবে চেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর সৌরভকে দল থেকে বাদ দেন গ্রেগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584