প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ
লকডাউন শিথিল হতেই ভারতীয় দলের একাধিক ক্রিকেটার নেমে পড়ছেন প্র্যাকটিসেও। এখন শুধু অপেক্ষা পুরো দল নিয়ে ম্যাচ প্রস্তুতি শুরু করার। ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই প্রস্তুতির নীল নকশা তৈরি করে ফেলেছেন। এখন সরকার ও বোর্ডের সবুজ সংকেত পেলেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়বে। চার ধাপের ট্রেনিং মডেলে বিরাট ব্রিগেডকে ম্যাচ ফিট করে তোলা হবে। চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা রয়েছে।
৪ থেকে ৬ সপ্তাহের শিবির ক্রিকেটারদের ম্যাচের জন্য ফিট করে তোলা হবে। ফাস্ট বোলারদের একটু বেশি সময় লাগবে। সরকারের অনুমোদন পেলে ১৪-১৫ সপ্তাহ পর মাঠে ফিরবেন ক্রিকেটাররা। ফলে দীর্ঘদিন পর অনুশীলনের জন্য মুখিয়ে থাকা ক্রিকেটারদের সঠিকভাবে তৈরি রাখাটা বড়ো চ্যালেঞ্জ। সূত্রের খবর, লকডাউন শেষ হলে অগাস্ট-সেপ্টেম্বরেই ভারতীয় দলের প্রশিক্ষণ শিবির বসছে। বর্ষার পরই সম্ভবত প্রশিক্ষণ শিবির হচ্ছে।
আরও পড়ুনঃ ক্রিকেটেও হয় বর্ণবিদ্বেষ, কৃষাঙ্গ যুবকের হত্যা করার অপরাধে গর্জে উঠলেন গেইল
অগাস্ট-সেপ্টেম্বরে ক্রিকেটারদের একসঙ্গে করে ক্যাম্প হবে। শিবির কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সরকারি বিধিনিষেধ, রাজ্যগুলির মধ্যে যাতায়াত, চলতি নিষেধাজ্ঞা কতটা শিথিল হয়-সবকিছু খতিয়ে দেখতে হবে। তারপরই সবকিছু চূড়ান্ত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584