গাব্বাতেও বর্ণ বিদ্বেষের স্বীকার হলেন সিরাজ

0
55

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ব্যবহারে কোনো পরিবর্তন হচ্ছে না অস্ট্রেলিয়ার সমর্থকদের। সিডনি টেস্টের পরে ব্রিসবেনেও বর্ণবিদ্বেষী মন্তব্যের সম্মুখীন হতে হল ভারতীয় ক্রিকেটারদের।

shiraj | newsfront.co

আক্রমণের লক্ষ্য সেই মহম্মদ সিরাজ। সঙ্গে যোগ হয়েছেন ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত হয়েছে যে কী ভাবে সিরাজকে বাউন্ডারি লাইনের ধারে কটু মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছে। ইংরেজি ভাষায় তাঁদের উদ্দেশে ‘গ্রাব’ বলা হয়েছে, যা সাধারণত কীটপতঙ্গকে উল্লেখ করতে বলা হয়।

আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষ মন্তব্যে অশান্ত বিরাটের টুইট, ক্রিকেট অস্ট্রেলিয়াকে তদন্ত করার নির্দেশ আইসিসি’র

কেট নামে এক সমর্থক ওই সংবাদপত্রে বলেছেন, “আমার পিছনে থাকা একদল সমর্থক ক্রমাগত সিরাজ এবং ওয়াশিংটনের উদ্দেশে কটু মন্তব্য করে যাচ্ছিল। প্রথমে সিরাজকে লক্ষ্য করে বলা হয়। ভাষাগুলো পুরো বুঝতে পারিনি। কিন্তু সিডনির মতোই লাগছিল ব্যাপারটা।” মূলত গাব্বার ২১৫ এবং ২১৬ নম্বর স্ট্যান্ড থেকে আওয়াজ ভেসে আসছিল।

কেটের সংযোজন, “এক সময়, সিরাজকে উল্লেখ এক সমর্থক ওর দিকে তাকিয়ে হাত নাড়াতে বলছিল। সিরাজ পাত্তা দেয়নি। এরপরেই ওকে লক্ষ্য করে কটু মন্তব্য করা হয়।” তবে সিরাজ বা ওয়াশিংটন কেউই দর্শকদের পাত্তা দেননি আর ভারতীয় দল থেকে কোনো অভিযোগও জানানো হয়নি এখন দেখার আগামীকাল কি হয়!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here