নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আমির শাহীতে আইপিএলের প্রাকটিস শুরুর আগে ক্রিকেটারদের মোট পাঁচ বার হবে করোনা পরীক্ষা।
বিসিসিআই যে এসওপি দিয়েছে সেটাতে এমনই উল্লেখ রয়েছে। এই রিপোর্ট সব নেগেটিভ হতে হবে। তবেই মিলবে ছাড়পত্র। এছাড়া আইপিএল চলাকালীন প্রতি পাঁচদিন অন্তর এই পরীক্ষা হবে।
বোর্ড থেকে জানানো হয় সমস্ত ভারতীয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফেদের ভারতে নিজ নিজ দলগুলোর সঙ্গে ১৪ দিনের কোয়ারেন্টিনে যোগ দেওয়ার আগে ২৪ ঘণ্টা আলাদা করে দুটো আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। যদি কারও রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
১৪ দিন পর তাঁকে দুবার কোভিড টেস্ট অর্থাৎ আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে। তবেই আইপিএলে যোগ দেওয়ার জন্য আমির শাহীতে যাওয়ার অনুমতি মিলবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের।
আরও পড়ুনঃ আইপিএল থেকে সরে দাঁড়াল ভিভো, স্পনসর নিয়ে কপালে ভাঁজ বিসিসিআই-র
সেখানে পৌঁছনোর পরেও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ-সহ সমস্ত কর্মীদের কোভিড টেস্টের রিপোর্ট তিনবার নেগেটিভ আসতে হবে। তবেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন তাঁরা। বিদেশি ক্রিকেটারদেরও একই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বোর্ডের লোকজনদেরও একই ধারা প্রযোজ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584