সুদীপ পাল,বর্ধমানঃ
জটিল অস্ত্রোপচারের পর ক্রমশ সুস্থ হচ্ছে সে।সেই শিশু, যার পেটে অস্ত্রোপচার করে বার হল ২০৩টি কুলের বীজ, দুটি আস্ত খেজুরের বীজ,কিছু সূতো এবং একটি নাটবল্টু।হুগলীর গোঘাট থানার বদনগঞ্জের শ্যামবাজার এলাকার বাসিন্দা ৪ বছরের জীবন রুইদাসকে প্রায় ১২দিন আগে পেটের যন্ত্রণার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

শিশু সার্জারী বিভাগের চিকিৎসক ডা.নরেন্দ্রনাথ মুখার্জ্জী এবং মধূসূদন চ্যাটার্জ্জীর নেতৃত্বে ৮ জন চিকিৎসকের এক টিম ওই শিশুর পেটে অস্ত্রোপচার করেছিলেন।শিশুটির ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মাঝের জায়গায় আটকে ছিল এই ২০৩টি কুলের বীজ, ২টি খেজুরের বীজ, কিছু সূতো এবং একটি নাট।তিনি জানিয়েছেন, এই জায়গায় আটকে থাকার জন্যই শিশুর পেটের ডান অংশ কিছু ফোলা এবং শক্ত অবস্থায় ছিল। ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের মাঝের জায়গায় আটকে থাকায় এগুলি মলের সঙ্গে বার হওয়ার কোনো পথ পায়নি। কিন্তু এটি কি রোগ? এই রোগের নাম ট্রাইকোবাজোয়ার (Tricoeezoar)। এটি একটি সাইকোলজিক্যাল রোগ। চিকিৎসকেরা জানিয়েছেন, অনেক শিশুই মাটি খায়, কেউ চুল খায়, কেউবা পেন্সিল খায়।এগুলি সেই ধরণেরই রোগ।
তবে জীবন এখন সুস্থ।
আরো পড়ুনঃ দিনহাটায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584