ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিকল পরিস্রুত পানীয় জলের কল

0
76

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

পূর্বস্থলী ২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিস্রুত পানীয় জলের কল বিকল হয়ে পড়ে থাকায় জল পাচ্ছেন না ভর্তি থাকা রোগীরা।সেই সাথে গ্রাম থেকে চিকিৎসা করতে আসা রোগীরাও জল না পেয়ে চরম দুর্ভোগে পরেন।
জানা গিয়েছে যে মাসখানেক ধরে বিকল পরিস্রুত পানীয় জলের কলটি ,ফলে স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগী এবং তাদের পরিবারের লোকজন বিপাকে পড়েছেন।ফলে বাইরের বিভিন্ন নলকূপের জল পান করতে হচ্ছে রোগী এবং তাদের আত্মীয়দের।তবে এলাকার অনেক জায়গায় আর্সেনিক থাকায় চিন্তায় পড়েছেন অনেকেই।
মাসখানেক ধরে বিকল হয়ে রয়েছে পরিচিত পানীয় জলের কল এটা দ্রুত মেরামত করা দরকার বলে মনে করছেন হাসপাতালে আসা রোগী এবং আত্মীয় পরিজনেরা।

নিজস্ব চিত্র

স্বাস্থ্য কেন্দ্রে এমন হাল হলে রোগীদের কি অবস্থা হয় সেটা ভেবে দেখুক,রোগের প্রকোপ বারতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীরা।স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত বি এম ও এইচ প্রশান্ত সরকার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন যে তিনি চিঠি পাঠিয়েছেন মহকুমা শাসক কে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে পূর্বস্থলী ২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব অর্জন করেছে তবে চিকিৎসকের সংখ্যা আরো বাড়লে এলাকার বাসিন্দারা উপকৃত হোতেন।

আরও পড়ুনঃ একই এলাকায় পৃথক হামলায় আহত দুই যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here