একমাসে ধরে কাটোয়া মহকুমা হাসপাতালে বিকল এক্স-রে মেশিন

0
97

শ্যামল রায়,কাটোয়াঃ

কাটোয়া মহকুমা হাসপাতাল চারটে জেলা থেকে প্রচুর রোগী আসেন চিকিৎসা করাতে।তাই আগাগোড়াই হাসপাতালে রোগীর চাপ প্রচন্ড বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভালো চিকিৎসা মিলছে হাসপাতাল থেকে।তাই প্রতিদিন হাসপাতালে চিকিৎসা করাতে আসেন শয়ে শয়ে রোগী।
কিন্তু এক মাসের অধিক সময় কাল হয়ে গেল হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।বাইরে থেকে বেশি টাকা দিয়ে করাতে হচ্ছে।
কিন্তু কবে নাগাদ মহকুমা হাসপাতালের এক্স-রে মেশিনটি সারানো হবে এখন পর্যন্ত অন্ধকারে রয়েছেন রোগীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে যে আগে নিজেরাই উদ্যোগ নিয়ে হাসপাতালের পরিষেবার ব্যাঘাত ঘটলে তড়িঘড়ি কাজ করতে পারতেন।এখন সেসব আর করা যাচ্ছে না।হাসপাতাল সুপার রতন শাসমল জানিয়েছেন যে বিকল হয়ে পড়ে থাকা এক্স-রে মেশিনটি মেরামত করার জন্য এজেন্সির লোক রয়েছে। এজেন্সিকে বারবার জানিয়েছি আশা করব তাড়াতাড়ি বিকল হয়ে পড়ে থাকা এক্সরে  মেশিনটি মেরামত করা হবে।আরো জানা গিয়েছে যে হাসপাতলে  ২৭০ টি শয্যা সংখ্যা রয়েছে।কিন্তু রোগীর চাপ এতটাই বেশি যে এক বেডে দুজনকেই থাকতে দেখা যায় মাঝেমধ্যে।
এছাড়াও এক্সরে সংক্রান্ত বাইরে থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন প্রায় একশতের  বেশি।
তাই রোগীদের তরফ থেকে দাবি করা হয়েছে যে অনেকেই তারা গরিব মানুষ হাসপাতালে এক্সরে মেশিন থেকে এক্সরে করালে টাকা লাগে না কিন্তু বাইরে থেকে করাতে লাগলে বেশি খরচ হয়ে পড়ছে।
কাটোয়া মহকুমা হাসপাতাল পূর্ব বর্ধমান জেলার রোগী ছাড়াও বীরভূম মুর্শিদাবাদ নদিয়া থেকেও প্রচুর রোগী এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।তাই রোগীর চাপ দিনের পর দিন বেড়েই চলছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
তবুও হাসপাতালে আসা রোগীদের দাবি যে চিকিৎসা পরিষেবা নিয়ে তাদের অভিযোগ নেই কিন্তু এক্সরে মেশিনটি তাড়াতাড়ি মেরামত হলে তাদের পক্ষেই সুবিধাজনক হত।

আরও পড়ুনঃ লক্ষ্মণের বিজেপি ত্যাগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here