সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ
পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের এল প্লট রাখাল পুর মৌজার অভিমুন্য দাসের পুকুরে স্নান করার সময় কুমির দেখতে পায় এক গৃহবধূ ।
আতঙ্কিত গৃহবধূর চিৎকারে এলাকায় লোকজন জড়ো হয়ে যায় ৷ খবর দেওয়া হয় শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ দেব বর্মন কে। তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে বন দফতর কে খবর দেন ৷
বন দফতরের লোকজন গতকাল বিকেলে পুকুরে প্রথমে জাল দিয়ে কুমিরটিকে ধরার চেষ্টা করে কিন্তু কোনমতেই ধরতে না পেরে শেষে পুকুরে মেশিন বসিয়ে পুকুরের জল কমিয়ে দেয়।
আরও পড়ুনঃ ২৫টি বাচ্চা-সহ দুটি পূর্ণবয়স্ক কেউটে উদ্ধার পাথরপ্রতিমা
আজ সকালে বন দফতরের কর্মীরা জাল নিয়ে পুকুরে নেমে কুমির টিকে উদ্ধার করে ৷ বন দফতরের কর্মীরা কুমিরটিকে ইতিমধ্যে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে গেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584