স্নান করতে নেমে পুকুরে কুমিরের দেখা ! চাঞ্চল্য পাথরপ্রতিমায়

0
77

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের এল প্লট রাখাল পুর মৌজার অভিমুন্য দাসের পুকুরে স্নান করার সময় কুমির দেখতে পায় এক গৃহবধূ ।

crocodile | newsfront.co
উদ্ধারকৃত কুমির ৷ নিজস্ব চিত্র
people | newsfront.co
এলাকায় চাঞ্চল্য ৷ নিজস্ব চিত্র

আতঙ্কিত গৃহবধূর চিৎকারে এলাকায় লোকজন জড়ো হয়ে যায় ৷ খবর দেওয়া হয় শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ দেব বর্মন কে। তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে বন দফতর কে খবর দেন ৷

mans | newsfront.co
নিজস্ব চিত্র
crowd | newsfront.co
নিজস্ব চিত্র

বন দফতরের লোকজন গতকাল বিকেলে পুকুরে প্রথমে জাল দিয়ে কুমিরটিকে ধরার চেষ্টা করে কিন্তু কোনমতেই ধরতে না পেরে শেষে পুকুরে মেশিন বসিয়ে পুকুরের জল কমিয়ে দেয়।

আরও পড়ুনঃ ২৫টি বাচ্চা-সহ দুটি পূর্ণবয়স্ক কেউটে উদ্ধার পাথরপ্রতিমা 

আজ সকালে বন দফতরের কর্মীরা জাল নিয়ে পুকুরে নেমে কুমির টিকে উদ্ধার করে ৷ বন দফতরের কর্মীরা কুমিরটিকে ইতিমধ্যে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে গেছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here