নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে পাট চাষ। ঘনঘন আবহাওয়া পরিবর্তন ও বৃষ্টির কারণে পাট পাতায় পোকা লাগতে শুরু করেছে। এর জেরে পাট চাষে বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চিন্তায় রয়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ‘এ বছর অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর জেরে পাটের ফলন ভালো হয়নি। পাতায় পোকা লেগে যাচ্ছে। আগাছা প্রচুর পরিমাণে পাটের ক্ষতি করছে। আমরা টাকা ধার করে পাট লাগিয়েছি। কিন্তু এবার টাকা শোধ করতে পারবো কিনা জানি না।’
আরও পড়ুনঃ অভিনেতা নয়, নেতা হয়েই আমজনতার সামনে সাংসদ দেব
কৃষকরা জানিয়েছেন, ‘গত বছরের পাট ঘরে জমা হয়ে রয়েছে। পাটের পোকা লেগে যাওয়ায় প্রচুর ক্ষতির আশঙ্কা হচ্ছে। পাটের গোলাগুলিতে শ্রমিকের অভাব দেখা গিয়েছে। পাটকলের মালিকরা পাটের দাম যেভাবে করে দেয়, সেভাবে স্থানীয় চাষীদের পাটের দাম দেওয়া হয়। এবছর পাটের পাতায় পোকা লাগায় পাটের ফলন আশানুরূপ হবে না বলে মনে করা হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584