নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নতুন বছরে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়বাসী পেল পাকা রাস্তা। মেদিনীপুরের গোয়ালতোড় কোলে মোড়ে নতুন পাকা রাস্তা।যার জেরে খুশি এলাকাবাসী থেকে সাধারন পথচারী সকলেই।আর গোয়ালতোড় ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী ও গড়বেতা -২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দীপক বিষয়ের নজরকাড়া সাফল্য এই রাস্তা দীর্ঘদিন আইনি জটিলতার কারনে এই রাস্তা বাম আমল থেকে বেহাল হয়ে পড়ে ছিল। পাঁচশ ফুট বিস্তৃত এই রাস্তাটি পেরোতেই নাজেহাল হয়ে পড়তো সকলেই।বর্ষাকালে অবস্থা আরও করুন হয়ে পড়ত কখন যে, রাস্তার লাল কাদা জল কার গায়ে এসে পড়তো কেউ জানতো না।মাঝে মাঝে মোড়াম দেওয়া হলেও কয়েক দিন পরেই আবার একই অবস্থা হয়ে পড়তো। ফলে মানুষের ক্ষোভ এসে পড়ে ব্লক প্রশাসন থেকে শাসক দলের উপরেও।তার প্রভাবও পড়ে পঞ্চায়েত ভোটে। সাধারন অনেক মানুষকেই বলতে শোনা গিয়েছিল রাস্তা তৈরি করে দিলে তো টাকা রোজগার বন্ধ হবে । এমনি কি সাধারণ মানুষের বক্তব্য ছিল যারা একটা মোড়ের রাস্তা করতে পারে না তারা কি করে উন্নয়নের কথা বলে।পঞ্চায়েত ভোটের পর শাসক দলের গোয়ালতোড় ব্লক সভাপতির বদল ঘটানো হয়।দায়িত্ব পায় পার্টি অন্তপ্রাণ ভাস্কর চক্রবর্তী।তিনি দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেন এবং সফলতা পান। অভিষেক ব্যানার্জীর সভা থেকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন সবেতেই সফল তিনি। তবে তার আগের সব সফলতা ম্লান করে দিল এদিন নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা তৈরির দেখভাল করা।যা অনেকেই বলছেন ভাস্কর চক্রবর্তী না থাকলে এবারও রাস্তাটা হতো না।এটাই তো সাফল্য।গোয়ালতোড় পিড়াকাটা রাজ্য সড়ক নতুন রাস্তা তৈরির কাজ চলছে।গোয়ালতোড় কোলে মোড় থেকে পিড়াকাটার রাস্তায় প্রায় পাঁচশো ফুট রাস্তা দীর্ঘ দিন ধরেই আইনি জটিলতলার কারনে বন্ধ ছিল।গতকাল সেই রাস্তার কাজ শুরু করা হয়।খুঁড়াখুঁড়িরর কাজ আরম্ভ হতেই স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের জায়গার উপর রাস্তা হচ্ছে এই যুক্তিতে বাধা দেয়।এমন কি কয়েক জন ব্যক্তি রাস্তার কাজে কর্মরত একজনকে মারধোর করতেও উদ্যত হয় বলে অভিযোগ।ফলে চরম উত্তেজনা দেখা দেয়। পরে গোয়ালতোড় থানার পুলিশ ও ব্লক প্রশাসন এবং শাসক দলের কর্মী কয়েকজন উপস্থিত হয় ঘটনাস্থলে। মূলত ভাস্কর বাবুর হস্তক্ষেপেই সমস্ত বাধা অতিক্রম করে নতুন ভাবে কাজ আরম্ভ হয় রাস্তার।
আরও পড়ুন: মোহিতের উষ্ণতার পরশে আপ্লুত নিরাশ্রয় ফুটপাতবাসী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584