নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম দেদিনীপুর জেলায় পারাং নদীর উপর নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের পুড়শুড়ি ও কলাগ্রামের মধ্যে বছরের পর বছর ধরে যোগাযোগ রক্ষা করে চলেছে বালিঘাটের কাঠের সেতু।বেশ কয়েক বছর আগেই মূলত নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই এই সেতু নির্মিত হয়েছিল।

কালের নিয়মে ভঙ্গুর হয়েছে সেতু।এখন প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে
সুপা, পুড়শুড়ি,ভীমপুর,কানপুরের মত আরও একাধিক গ্রামের মানুষকে।
এবিষয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে,তাদের তেমন ধারনাই নেই এই সেতু রক্ষানাবেক্ষনের জন্য তারা কোথায় আবেদন জানাবেন।

যেহেতু সেতুটি নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে শেষ প্রান্তে আমরা বিষয়টি সম্বন্ধে নাড়াজোল গ্রাম পঞ্চায়েত প্রধান,গগনচন্দ্র সামন্তকে অবগত করি। গগনবাবু নিজে ওই সেতু পরিদর্শন করেন এবং তিনি জানান,খুব শীঘ্রই নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের পক্ষেই এই সেতু মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584