সুদীপ পাল,বর্ধমানঃ
গলসি ২ ব্লকের পঞ্চায়েতের জুজুটি ও তাহেরপুরে দুটি ফেরিঘাট রয়েছে। দামোদরের দুই পাড়ের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। গড়ে দুশোর মতন মানুষ এই পারাপারে শামিল হলেও, যাত্রী সুরক্ষার জন্য ইজারাদারদের যে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে প্রশাসনের তরফে তা ব্যবহার করা হচ্ছে না।
একদিকে নবগ্রাম কেলেটি, খণ্ডঘোষ অন্য পাড়ে জুজুটি, তাহেরপুর,শিকারপুর সহ একাধিক গ্রাম।যোগাযোগের প্রধান ভরসা নৌকা।
প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে লাইফ জ্যাকেট দেওয়া হলেও কেন সেই জ্যাকেট যাত্রীদের গায়ে উঠছে না এ নিয়ে প্রশ্ন করা হয়েছে বহুবার?লাইফ জ্যাকেট না থাকলে বিপদের আশঙ্কা থেকে যায় এবং প্রাণহানির মতন ঘটনাও ঘটে।
গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন,লাইফ জ্যাকেট না পড়ার বিষয়টি সত্যিই চিন্তার। প্রশাসনের তরফ থেকে যাত্রীদের সচেতন করতে কর্মসূচি নেওয়া হবে। প্রশাসনের নজরদারি দরকার এবং সে বিষয়ে প্রশাসন যথাযথ কর্মসূচি নেবে।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবি
যদিও অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে,যাত্রীরা গায়ে দিতে চান না জ্যাকেট। কারণ তাদের যুক্তি এইটুকু পারাপারের জন্য আবার লাইফ জ্যাকেট গায়ে দেওয়া তারপর আবার খোলা। কিন্তু সেই কয়েকজন যাত্রীর কথা কেন শুনবেন মাঝিরা সে প্রশ্ন তুলছেন অন্য যাত্রীরা।
বাসুদেববাবু নজরদারি করবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584