ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আবার ২০ বছর পরে তালিবান শাসনে যেতে চলেছে আফগানিস্তান। তালিবানরা কাবুলের দখল নেওয়ার পর থেকেই চুড়ান্ত আতঙ্কিত পরিস্থিতিতে দেশ ছাড়ছেন আফগানিস্তানের সাধারণ মানুষ। ফলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি কাবুল বিমানবন্দরে।
The sheer helplessness at Kabul airport. It’s heartbreaking! #KabulHasFallen pic.twitter.com/brA3WRdPp8
— Ahmer Khan (@ahmermkhan) August 16, 2021
হামিদ কারজাই বিমনাবন্দরে কার্যত ধাক্কাধাক্কি দেশ ছাড়ার হিড়িকে, সে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর বিমানবন্দরে গুলি চালায় মার্কিন সেনা। গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও বিমানে জায়গা না পেয়ে বিমানের চাকায় উঠে পড়েন দুই ব্যক্তি। বিমান উড়তে শুরু করলেই পড়ে গিয়ে মৃত্যু হয় দুই ব্যক্তির।
DISCLAIMER: DISTURBING FOOTAGE❗️❗️❗️
Two people who tied themselves to the wheels of an aircraft flying from Kabul, tragically fall down. pic.twitter.com/Gr3qwGLrFn— Tehran Times (@TehranTimes79) August 16, 2021
হামিদ কারজাই বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন বিমানবন্দরের দিকে না যাওয়ার।
আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে বিশেষজ্ঞ কমিটি গঠন করবে কেন্দ্র, সুপ্রীম কোর্টে হলফনামা
ইতিমধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি দেশই বিমান সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার। একই সঙ্গে জারি করা হয়েছে চরম সতর্কতা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করতে প্রায় ৬ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584