নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জেলা জুড়ে করোনা পজিটিভের সংখ্যা বেড়ে চললেও রায়গঞ্জের মানুষ সামাজিক দূরত্বের বিষয়টিকে মানছেন না। জামাইষষ্ঠীর আগের দিন শহরের রাস্তায় মানুষের আনাগোনা আর পাঁচটা দিনের মতো ছিল। শহরের কলেজপাড়া, মোহনবাটি বা শিলিগুড়ি মোড় এলাকায় রাস্তায় মানুষের ঢল নামে।

বাইক, রিক্সা, টোটো, ছোট গাড়ির ভিড়ে রাস্তায় পা দেওয়ার জায়গা নেই। দোকান থেকে মার্কেট সবই খোলা। লকডাউন সরকারিভাবে এখনও যে ওঠেনি, রায়গঞ্জ শহরের ভিড়ের ছবি দেখলে আন্দাজ করা দুস্কর। পুলিশ কয়েকদিন আগে শপিং মল খুললে সেগুলো বন্ধ করিয়েছিল। কিন্তু কোন নিয়ম না মেনে বুধবার সেগুলি ফের খুলেছে।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় পরিযায়ী শ্রমিকরাই মাথাব্যথার কারণ
ব্যবসায়ীদের বক্তব্য, ‘বাংলা নববর্ষ, ইদের বাজার লকডাউনে মার খেয়েছে। লোকসান হয়েছে প্রচুর টাকা। জামাইষষ্ঠীর বাজারে ক্রেতাদের দেখা মিলছে। তাই তারা দোকান খুলেছেন। তবে দোকানে ক্রেতাদের মাস্ক পরে আসতে হচ্ছে। করা হচ্ছে স্যানিটেজেশন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584