সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
১৪ তারিখ রাত থেকে শুরু হয়েছে গঙ্গাসাগরের মকর স্নান।পুণ্যার্থীদের ভিড় জমেছে সেখানে। মূলত মকরসংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গা সাগরের মোহনায় কপিল মুনির আশ্রমে ভিড় জমায় আট থেকে আশি সবাই।এবছর নাগা সন্ন্যাসী থেকে শুরু করে ব্যবসায়ীরা।
প্রথম দিকে ভিড় কম হবে বলে মনে করেছিলেন অনেকেই তবে সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন,ইতিমধ্যেই ১২ লাখ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করে ফিরে গেছেন।
মেলার প্রথম দু’দিন সেই ভাবে পুণ্যার্থীদের ভিড় না জমলেও।সন্ধ্যার পর থেকেই ভিড় জমতে শুরু করেছে।সাগর পারের উত্তরে হাওয়া কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই লোক সমাগম হচ্ছে সেখানে।অর্ধ কুম্ভ মেলাকে উপেক্ষা করে মানুষ এখানে বেশি ভিড় জমাচ্ছে।১৮ ই জানুয়ারী সরকারি ভাবে এই মেলা শেষ।১৫ ই জানুয়ারী মকরসংক্রান্তি ঘিরে সাগর সমাগম মেলা প্রাঙ্গনে।ইতিমধ্যে নামখানার এক নম্বর বাস স্ট্যান্ডে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থী।
অসুস্থের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র।অপ্রীতিকর ঘটনা এড়াতে সাগর পারে নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছে। আকাশ পথে জল পথে স্থল পথে চলছে নজরদারি।সাদা পোশাকে রয়েছে নিরাপত্তারক্ষী।
স্বেচ্ছাসেবী সংগঠনদের অক্লান্ত পরিশ্রম সঙ্গে তীর্থ শুদ্ধায়ন স্বচ্ছতা দূত কর্মিদের সহযোগিতায় ভরপুর সাগর মেলা।এবছর পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ ভরা বাজারে চৌবাচ্চার জলে বিষধর সাপ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584