সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অন্যতম ঐতিহ্যপূর্ণ কালীপুজো হল তকীপুরের বড়কালী পুজো। প্রতি বছরই প্রাচীন এই পুজোকে ঘিরে ব্যাপক ভীড় হয়। প্রায় ১৮ ফুট উচ্চতার কালী মূর্তির বিসর্জনেও ভীড় ছিল চোখে পড়ার মতো। আশেপাশের এলাকা ছাড়াও দূর-দুরান্ত থেকে মানুষ এখানে আসেন বিসর্জন দেখার জন্য।
স্থানীয় সূত্রে জানা যায় ,বিসর্জন উপলক্ষ্যে প্রায় চল্লিশ হাজারের মতন মানুষের সমাগম হয়েছিল তকিপুরে। দেবী মূর্তিকে লোহার চাকার গাড়ির উপর চাপিয়ে মন্দির থেকে পাশের দীঘি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দীঘির জলেই প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রথম থেকেই সচেতন ছিল পুলিশ প্রশাসন। পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকার পাশাপাশি দুটি স্পীড বোটে ডুবুরিদের দীঘিতে টহল দেওয়ারও ব্যবস্থা করা হয়। ঐতিহ্য বজায় রেখেই প্রত্যেকবারের মতো এবারও দুপুর থেকেই ভাসান প্রক্রিয়া শুরু হয়ে যায়। সবকিছু সুষ্ঠুভাবে মিটে যাওয়ায় স্থানীয় মানুষরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছেন।
আরও পড়ুনঃ ছট পূজা উপলক্ষ্যে কুলা ডালা শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584