নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কয়েকদিন বাজার বসেনি। কিন্তু রবিবারের বাজারে উপচে পড়লো ভিড়। সামাজিক দূরত্বের ধার ধারলেন না কেউ। একাধিকবার রাস্তায় নেমে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে পুলিশ। ভিড় ও জমায়েত বন্ধ করতে কয়েকটি জায়গায় লাঠিচার্জ করতেও দেখা গেছে তাদের। কিন্তু মানুষকে সচেতন করা যায়নি। সেই অসচেতনতার ছবি এবার সামনে এলো রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে।

আরও পড়ুনঃ বিনামূল্যে গ্যাস পেতে মহিলাদের লম্বা লাইন কালিয়াগঞ্জে
রায়গঞ্জ শহরের এই বাজারে বোঝার উপায় নেই যে লকডাউন চলছে। সামাজিক দূরত্ব বজায় থাকছে না সেখানকার মোহনবাটি বাজারে। সেই অভিযোগে বাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন। বাজার বন্ধ করলেও মোহনবাটি এলাকা থেকে বিধাননগর মোড় পর্যন্ত রাস্তার দু’ধারে মাছ এবং সবজির দোকান খুলেছেন অনেকেই। অন্য দিনের মতো বসেছে সুদর্শনপুর বাজারও। ভিড় করেছেন ক্রেতারাও। কিন্তু, পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584