নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উন্নত প্রযুক্তিতে তৈরি এই বাইক অ্যাম্বুলেন্স মূলত যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক, মাওবাদী সংঘর্ষে আহত বাহিনীর কাছে দ্রুত চিকিৎসা কর্মী ও সরঞ্জাম পৌঁছে দিতে ব্যবহার হবে। সিআরপিএফ ও ডিআরডিওর যৌথ উদ্যোগে বাইক অ্যাম্বুলেন্স ‘রক্ষিতা’ র আত্মপ্রকাশ হলো সোমবার। জানা গিয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই বাইক এম্বুলেন্স মূলত ব্যবহার করা হবে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক, মাওবাদী সংঘর্ষে আহত বাহিনীর কাছে দ্রুত চিকিৎসা কর্মী ও সরঞ্জাম যাতে পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ দুই সোশ্যাল মিডিয়া সংস্থাকে সমন পাঠাল সংসদীয় কমিটি
এক সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, এই বাইক অ্যাম্বুলেন্সগুলি কাজে লাগবে বিজাপুর, সুকমা, দান্তেওয়াড়া এই ধরণের জায়গায়। এগুলি মাও অধ্যুষিত এলাকা হিসেবে কুখ্যাত, প্রায়ই সিআরপিএফ জওয়ানরা মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে আহত হন। কিন্তু বড় এম্বুলেন্স নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে খুবই সমস্যা হয়। এই বাইক এম্বুলেন্স অনেক দ্রুত সেখানে পৌঁছতে পারবে।
আরও পড়ুনঃ মধ্যযুগীয় ভারতে ফিরে এসেছে সকলেঃ কপিল সিব্বল
দ্য ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস, যারা মূলত ডিআরডিও অধীনে গবেষণামূলক কাজকর্ম করে থাকে এবং প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন মূলক কাজের অংশ; তাদেরই সহযোগিতায় তৈরি হয়েছে এই বাইক অ্যাম্বুলেন্স।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584