বগটুই কান্ডে সিবিআই গোয়েন্দাদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশে কি আস্থা নেই কেন্দ্রের!

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বগটুই কান্ডে সিবিআই তদন্তকারীদের নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েন করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রশ্ন উঠেছে তবে কি আস্থা নেই রাজ্য পুলিশে? তদন্তকারী সিবিআই দলের সঙ্গে সর্বদা থাকবে সিআরপিএফের ১ প্ল্যাটুন জওয়ান। তদন্তের কাজে যেখানেই যাবেন আধিকারিকরা সঙ্গে থাকবেন ৩৫ জন সিআরপিএফ জওয়ান।

Central Force
প্রতীকী ছবি

দুর্গাপুরে সিআরপিএফের ১৫৭ নম্বর ব্যাটেলিয়ন আছে, সেখান থেকে এই জওয়ানদের আনা হয়েছে। বীরভূমে সিবিআই-এর যে অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে সেখানেই থাকবেন জওয়ানরা। জানা গিয়েছে প্রস্তুত রাখা হয়েছে আরও বাহিনী, তদন্তের প্রয়োজনে আরও জওয়ান লাগলে তা পাঠানো হবে দ্রুত।

কেন সিবিআই আধিকারিকদের নিরাপত্তায় রাজ্য পুলিশের ওপর কেন ভরসা রাখতে পারলো না কেন্দ্র? উঠছে এই প্রশ্ন। তবে বগটুই হত্যাকান্ডে জোর কদমে তদন্তের কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

আরও পড়ুনঃ হাসিমুখে বিদ্বেষমূলক কথা অপরাধ নয়! সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এমনই মন্তব্য আদালতের

শনিবারের পর রবিবার সকাল থেকে ফের গ্রামে সিবিআই আধিকারিকরা তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব-এর তদন্তকারীরাও। আনারুল-সহ ১১ জন অভিযুক্ত এখন সিবিআই হেফাজতে। ৬ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফজাতে থাকবে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here