আজহার হুসেইন, কাশ্মীর:
বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে জঙ্গি হামলায় ১ সিআরপিএফ জাওয়ান ও ১ অসামরিক ব্যক্তির মৃত্যু হয়।
এক প্রবীণ পুলিশকর্তা জানান যে সোপোর শহরে নজরদারির সময় সিআরপিএফ জওয়ান দর উপর জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনায় ৪ সিআরপিএফ জাওয়ান সহ মোট ৫ জন গুরুতর আহত হন।
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাঘ সিং জানান,”আমরা এক সিআরপিএফ জওয়ান ও এক অসামরিক ব্যক্তিকে হারিয়েছি। আহত সিআরপিএফ জওয়ানদের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
সূত্রানুযায়ী মৃত সিআরপিএফ জওয়ানের নাম দীপচাঁদ ভার্মা। অন্যদিকে আহত ৩ সিআরপিএফ জওয়ানরা হলেন কনস্টেবল ভোওয়া রাজেশ, কনস্টেবল দীপক পাটিল ও নিলেশ ছাউঢ়ে।
আরও পড়ুন:নাগাল্যান্ডে বাড়ানো হল আফস্পা’র মেয়াদ
আক্রমণের পরে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584