ক্রিপ্টোকারেন্সিতে ধ্বসের জেরে ১ ট্রিলিয়নের বেশি বিনিয়োগ উধাও, ধ্বসের মুখে এল সালভাদোরের অর্থনীতি

0
61

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গত ২৪ ঘন্টায় গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ৫.১৭ শতাংশ, যার জেরে ১ ট্রিলিয়নেরও বেশি ডলার হারালেন বিনিয়োগকারীরা। গত নভেম্বর মাসে রেকর্ড মূল্যে পৌঁছেছিল বিটকয়েন এবং ইথার। এর পরে গত ২৪ ঘণ্টায় বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দাম কমে যায় হুহু করে যার জেরেই সামগ্রিকভাবে গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপিটালাইজেশনে এই ধ্বস।

Cryptocurrency
প্রতীকী চিত্র

বেশ কিছুদিন যাবত বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মূল্য নিম্নমুখী। এই পরিস্থিতিতেই ফেডারেল রিজার্ভ বাজার থেকে স্টিমুলাস প্রত্যাহার করার ইঙ্গিত দেওয়ায় বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ সম্পদের মূল্যও হু হু করে পড়তে থাকে। আর এর জেরে গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিরও দাম পড়ে যায়।

উল্লেখ্য, সারা বিশ্বে ক্রিপ্টো বিনিয়োগকারীর সংখ্যা সবথেকে বেশি ভারতে। মোট ১০.৭ কোটি ক্রিপ্টো বিনিয়োগকারী রয়েছে ভারতে। গত ২৪ ঘন্টায় বিটকয়েনের দাম ৪.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯,৯১৩.৯৩ ডলার। ইথেরিয়ামের দাম কমেছে ৫.৪৩ শতাংশ। পাশাপাশি দাম কমেছে পোলকাডট, লাইটকয়েন, কার্ডানোরও।

আরও পড়ুনঃ আইনের চোখে ম্যাচ গড়াপেটা অপরাধ নয় রায় কর্ণাটক হাইকোর্টের

ইতিমধ্যে, আমেরিকাও ডিজিটাল সম্পদ বিষয়ে একটি প্রাথমিক সরকারি নীতি তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে গোটা বিশ্ব জুড়ে জল্পনা তুঙ্গে রয়েছে। কারণ আমেরিকা বিশ্বের অন্যতম বড় বাজার ক্রিপ্টোকারেন্সির। উল্লেখ্য,এল সালভাদোর একমাত্র দেশ যারা সম্প্রতি তাদের লিগাল টেন্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছিল ক্রিপ্টোকারেন্সিকে, কিন্তু বর্তমানে ধ্বসের মুখে তাদের অর্থনীতিও।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার, পিএম কেয়ার্স ফান্ড থেকে কোনও টাকাই আসেনি করোনা মোকাবিলায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here