নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কাম ব্যাক ধোনি ব্রিগেডের। কিংস ইলেভেন পাঞ্জাবকে দশ উইকেটে হারিয়ে আইপিএলে ফের জয়ের মুখ দেখলো চেন্নাই সুপার কিংস। এই দিন দলে বেশ কয়েকটি পরিবর্তন করে কিংস ইলেভেন পাঞ্জাব৷ ক্রিদ জর্ডন, মনদীপ সিং ও মনপ্রীত বারকে দলে নেয় কিংস ইলেভেন।
তবুও ভাগ্য বদলালো না। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ভালোই শুরু করে টিম পাঞ্জাব। ওপেনিং জুটিতে ৬১ রান যোগ করে কিংস ইলেভেন ১৯ বলে ২৬ করে আউট হন মায়াঙ্ক।
৫২ বলে ৬৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহুল, ১৮তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফেরেন রাহুল। গ্লেন ম্যাক্সওয়েল ৭ বলে ১১ এবং সরফরাজ খান ৯ বলে ১৪ রান করেন। রাহুলের ক্যাচ নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ১০০ ক্যাচ ধরার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধোনি৷ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে কিংস ইলেভেন।
আরও পড়ুনঃ রোহিতের রেকর্ডের দিনে জয় মুম্বই ইন্ডিয়ান্সের
এরপরে চেন্নাই ব্যাটসম্যানদের আর মাথাই ঘামাতে হল না তাঁদের দুই বিদেশী ওপেনার শেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসিসই সব রান তুলে দেয় পাঞ্জাব বোলারদের পিটিয়ে সব রান তুলে নেয়। ওয়াটসন একাই করলেন ৫৩ বলে ৮৩ ডু’প্লেসি ৫৩ বলে ৮৭ রান, করেন। ষোলো বল বাকি থাকতেই নেট রান রেট বাড়িয়ে জয় পেয়ে গেলো সিএসকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584