কবির হোসেন , স্পোর্টস ডেস্ক:
আইপিএল দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস ২০ রানে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে।
রবিবার দুবাই স্পোর্টস গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারের ৬উইকেটে ১৫৬ রান করে। ঋতু রাজ গায়কোয়াড ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপের উপর ভর করে চেন্নাই সুপার কিংস ১৫৬ রান করে। ঋতুরাজ গায়কোয়াড় ৮৮ রানে অপরাজিত থাকেন মাত্র ৫৮বল খেলে। রবীন্দ্র জাদেজা ২৬ রান করেন । শেষের দিকে ডোয়েন ব্রাভো ঝড়ো ইনিংস খেলেন। ৮ বলে ২৩ রান করেন, যার মধ্যে ৩টি ওভার বাউন্ডারি মারেন। ট্রেন্ট বোল্ট ও জস্প্রীত বুমরা দুটো করে উইকেট পান।
চেন্নাই সুপার কিংসের ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর প্রথম দুই ওভারে ভালো ব্যাট করলেও মুম্বাই ইন্ডিয়ান্স এর পর একেরপর এক উইকেট হারাতে থাকে। যথাক্রমে কুইন্টন ডি কক (১৭)অনমলপ্রীত সিংকে(১৬) ফিরিয়ে দেন সিএসকে পেসার দীপক চাহার।ঈশান কিশান (১১),সূর্য কুমার যাদব(৩) ,কায়রন পোলার্ড(১৫), ক্রুনাল পান্ডে(৪) রান করতে ব্যর্থ হওয়ায় চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স ।জয়ের জন্যযশেষের দিকে ২০বলে ৫৩ রান দরকার ছিল।হাতে ছিল চার উইকেট।সৌরভ তিওয়ারি একই লড়াই করেেন। মাত্র ৪১ বলে ৫৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারী মারেন। চেন্নাই সুপার কিংসের দীপক চাহার দুটো , ব্রাভো ৩টি উইকেট পান ও জোস হেজেলউড একটি উইকেট পান।ম্যাচের সেরা নির্বাচিত হন দীপক চাহার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584