অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দলের সঙ্গে সম্পর্ক ভালো না তাই এবার আইপিএলে সুরেশ রায়নাকে ধরে রাখবে না চেন্নাই সুপার কিংস এমন গুজব বন্ধ হল। পরের আইপিএলে রায়নাকে ধরে রাখলো সিএসকে।
বুধবারই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন। তার আগে এক চেন্নাই কর্তা জানিয়েছেন রায়নাকে রিটেন করার কথা। সঙ্গে এও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, হরভজন ছাড়াও দলের আরও কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে।
সিএসকে কর্তা বলেন, ‘হ্যাঁ, আমরা রায়নাকে ধরে রাখছি এবং ধোনিই আমাদের ক্যাপ্টেন থাকছে। হরভজন সিং ছাড়াও আমরা আরও কিছু ক্রিকেটারকে ছেড়ে দিতে পারি।’
আরও পড়ুনঃ ভারতের প্রশংসা ভিভ সচিন, মোদী পন্টিং ও গুগল সিইও’র
এরপর সেই সিএসকে কর্তা জানান, “গত দশ বছরেও (রায়না) আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। গতবছর আইপিএল খেলেনি বটে, তবে এখনও ফিরে এসেছে। আমরা ওকে নিয়ে খুশি।”
আরও পড়ুনঃ ভারতকে অভিনন্দন আক্রম, আফ্রিদির
চেন্নাই শিবিরের খবর, তারা ছেড়ে দিতে চলেছে কেদার যাদব, মুরলি বিজয় ও পীয়ূষ চাওলাকে। হরভজন সিং নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, তাঁর সঙ্গে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির চুক্তির মেয়াদ শেষ। ভজ্জি ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন টুইটারে।
রায়নার সঙ্গে গত আইপিএলে বিবাদ লাগে মানাজেমেন্টের কিন্তু রায়না আইপিএলে না খেলে দেশেও ফিরে আসেন কিন্তু তাকে ছাড়া দুবাইয়ে মুখ থুবড়ে পরে চেন্নাই ব্যাটিং লাইন তাই না চাইলেও রায়নার প্রতি আস্থা অটল টিম সিএসকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584